Country

1 week ago

Air services:তাপপ্রবাহের জেরে রাজধানীতে বিঘ্নিত বিমান পরিষেবা

Air services disrupted in the capital due to heat wave
Air services disrupted in the capital due to heat wave

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরমে ফুটছে দিল্লি। দিন-দিন বেড়েই চলেছে তাপমাত্রা। গরমের জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। হিটস্ট্রোক কাড়ছে প্রাণ। আর দিল্লির এই তাপপ্রবাহের প্রভাব পড়েছে বিমান পরিষেবার উপরেও। গরমের জেরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণে বিলম্ব হচ্ছে বলে জানা গিয়েছে।

বিমান মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, গরমের জন্য বিমান অবতরণে দেরি হচ্ছে। তাঁর কথায়, বিমান অবতরণের সময় বাতাসের ঘনত্ব বেশি প্রয়োজন। কিন্তু গরমের জন্য বাতাস হালকা হয়ে যাচ্ছে ফলে সময়মতো বিমান পরিষেবা দেওয়া যাচ্ছে না। আবহাওয়া অনুকূল না থাকলে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ওড়ার ছাড়পত্র পাওয়া যাচ্ছে না। ফলে পরিষেবা বিঘ্নিত হচ্ছে।


You might also like!