Country

4 days ago

Ganja was recovered in the reserved compartment of the train:ট্রেনের সংরক্ষিত কামরায় ট্রলি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য

Ganja was recovered in the reserved compartment of the train
Ganja was recovered in the reserved compartment of the train

 

আদ্রা, ২৩ জুন : ট্রেনের সংরক্ষিত কামরা থেকে ট্রলি ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার। শনিবার রাতে ভুবনেশ্বর-নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেসের সংরক্ষিত কামরা থেকে বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ট্রেনে উপস্থিত টিকিট কালেক্টর ও রেল পুলিশের বিষয়টি নজরে আসতেই দক্ষিণ- পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আনাড়া রেলওয়ে স্টেশনে খবর দেওয়া হয়।

সেই মতো আনাড়া স্টেশনে ট্রেনটি পৌঁছতে আরপিএফ ও জিআরপিএফের আধিকারিকরা সেই ট্রলি ব্যাগটিকে নামান। দেখা যায় সেই ট্রলি ব্যাগের মধ্যে ১১ প্যাকেট গাঁজা রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে সংরক্ষিত কামরায় কীভাবে গাঁজা ভর্তি ওই ব্যাগটি এল? খতিয়ে দেখা হচ্ছে।


You might also like!