International

1 week ago

Collapse in hilly area of ​​Cox's Bazar due to heavy rain:ভারী বৃষ্টিতে কক্সবাজারের পাহাড়ি এলাকায় ধস, রোহিঙ্গা শিবিরে মৃত ৯

Collapse in hilly area of ​​Cox's Bazar due to heavy rain
Collapse in hilly area of ​​Cox's Bazar due to heavy rain

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভারী বর্ষণের জেরে কক্সবাজারের পাহাড়ি অঞ্চলে ধস। প্রাকৃতিক দুর্যোগে রোহিঙ্গা শিবিরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। মৃতদের মধ্যে দম্পতি, এক স্কুলছাত্র ও ৪ বছরের এক শিশু রয়েছে। চলছে উদ্ধারকাজ।

রাতভর বৃষ্টি হয় সেখানে। ভোররাতের দিকে শিবিরগুলোর পাহাড়ি পাদদেশের মাটি ধসে পড়তে থাকে। এতে তিনটি শিবিরে মৃত্যুর ঘটনা ঘটে।

এই ঘটনা প্রসঙ্গে, উখিয়া উপজেলা নির্বাহী আধিকারিক (ইউএনও)তানভির হোসেন বলেন, বুধবার বেলা ১১টা পর্যন্ত ৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। উখিয়া থানার ওসি মহম্মদ শামিম হোসেন জানান, ৯ জনের মধ্যে বছর চারেকের এক শিশু, ১২ বছরের এক কিশোর ও কয়েকজন নারী-পুরুষ রয়েছেন।

দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে নাকি আবার ২ জন বাংলাদেশিও রয়েছেন। নিহতরা হলেন- মহম্মদ হারেস (২), মোছা. ফুতুনি (৩৪), মহম্মদ কালাম, মোছা. সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, মহম্মদ হোসেন আহমদ (৩০) ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম ও কিশোর আবদুল করিম (১২)। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মহম্মদ মিজানুর রহমান বলেন, সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে পাহাড়ে ধস নামে। উদ্ধারকাজ চলছে।

প্রসঙ্গত, মায়ানমারে সেনা অভিযানের মুখ থেকে বাঁচতে বাংলাদশে পালিয়ে আসে লক্ষ লক্ষ রোহিঙ্গা। কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেয় তাঁরা। কিন্তু এদেশেও বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছেন রোহিঙ্গারা। কখনও আগুন লাগার ঘটনা। কখনও সন্ত্রাসী হামলায় প্রাণ হারান তাঁরা। এবার প্রাকৃতিক বিপর্যয়ের বিপন্ন রোহিঙ্গাদের। বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ঝুঁকি নিয়েই বসবাস করেন তাঁরা। যার জেরেই এই বিপত্তি ঘটে।


You might also like!