Game

1 week ago

A comfortable win for England: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ : বেলিংহ্যামের গোলে স্বস্তির জয় ইংল্যান্ডের

European Championship: Bellingham scored a comfortable victory for England
European Championship: Bellingham scored a comfortable victory for England

 

গেলসেনকিরশেন, ১৭ জুন: সার্বিয়াকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জয় পেল ইংল্যান্ড। জার্মানির পশ্চিমের শহর গেলসেনকিরশেনে রবিবার রাতের ম্যাচে ১-০ গোলে জিতেছে গতবারের রানার্সআপরা। রয়াল মাদ্রিদের জার্সিতে অসাধারণ পারফরম্যান্স করা বেলিংহ্যাম একমাত্র গোলটি করে ইংল্যান্ডের মান বাঁচান। শুরুতেই দলকে এগিয়ে দেন তিনি।

এবারের ইউরোতে তিনি যে ইংল্যান্ডকে কিছু দিতে চান প্রথম ম্যাচেই তার খেলা বলে দিচ্ছে । তাছাড়া তাকে নিয়ে ইংল্যান্ডেরও অনেক প্রত্যাশা। তবে ম্যাচে কোন সময়ই ইংল্যান্ড খুব একটা ভালো খেলতে পারেনি। সার্বিয়ার কাছে মাঝেমধ্যেই ভেঙে পড়েছে তাদের ডিফেন্স ।ভাগ্য ভালো ইংল্যান্ড গোল খায়নি ।কোনোমতে সময় পার করে তিন পয়েন্ট নিশ্চিত করে ইংল্যান্ড। এইদিন ডেনমার্ক ও স্লোভেনিয়ার মধ্যে ‘সি’ গ্রুপের আরেক ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

You might also like!