Breaking News
 
High Court:‘দাগি’দের নামের তালিকায় সেরা ৫ জন কারা? হাইকোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশ Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’ BLO in Alipurduar:এসআইআর নিয়ে কমিশনের সেরা ৫ ‘অত্যাচার’! বিএলও-র মৃত্যুতে মমতা সরাসরি তোপ দাগলেন Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’? Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

 

Tripura

1 year ago

Tripura: ভিনধর্মী যুবকের সঙ্গে পালাতে গিয়ে ত্ৰিপুরা-অসম আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়িতে আটক তিন সন্তানের মা

....
....

 

ধলাই (ত্রিপুরা), ১৭ জুন : আট বছরের ছোট ভিনধর্মী প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পথে ত্ৰিপুরা-অসম আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়ি পুলিশের হাতে আটক হয়েছেন তিন সন্তানের জননী প্রেমিকযুগল। প্রেমিকার বাড়ি ধলাই জেলার ছাওমনু থানা এলাকায়।

জানা গেছে, ত্রিপুরার ধলাই জেলার ছাওমনু গ্ৰামের বাসিন্দা তুঘালক্ষ চাকমার স্ত্রী টুক্করি চাকমা (৩২)-র সঙ্গে অসমের ধুবড়ি জেলার গোলকগঞ্জ গ্ৰামের রেহান আলির ছেলে জরিফ উদ্দিন শেখের (২৪) এক বছরের ভালোবাসার গড়ে উঠছিল। কেউ কারোর সঙ্গে দেখা না করেও মোবাইলের মাধ্যমে ভালোবাসা বজায় ছিল।

গত শনিবার অসমের সেই প্রেমিক বয়সে নিজের আট বছরের বড় প্রেমিকাকে নিতে ছাওমনু ছুটে যায়। তখন ঘরে নিজের তিন সন্তান রেখে টুক্করি চাকমাও প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। দুজনের দেখা হওয়ার পর তারা অসমের উদ্দেশ্যে রওয়ানা দেন। ইতিমধ্যে টুক্করির স্বামী নিজের ঘরে এবং অন্যত্র কোথাও স্ত্রীকে না পেয়ে ছাওমনু থানায় নিখোঁজ ডায়েরি করেন।

পরে ছাওমনু থানার পুলিশ নিখোঁজের বিষয়টি চুড়াইবাড়ি থানায় জানালে সেকেন্ড অফিসার প্রীতিময় চাকমা ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে যাওয়ার প্রতিটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালান। অবশেষে রাতে সাফল্য পান পুলিশ অফিসার প্রীতিময়।

প্রেমিক যুগলকে আটক করে প্রেমিকার বাড়িতে খবর দেন সেকেন্ড অফিসার প্রীতিময়। আজ রবিবার টুক্করিকে তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে, জানান সেকেন্ড অফিসার প্রীতিময় চাকমা। পুলিশের তৎপরতায় পরিবার ভাঙনের হাত থেকে আপাতত রক্ষা পেয়েছে একটি পরিবার।

You might also like!