Game

1 year ago

Wrestling Federation: কুস্তি ফেডারেশন ভেঙে দেওয়া, সভাপতিকে সরানোর দাবিতে ক্ষোভ বাড়ছে

Wrestling Federation of India
Wrestling Federation of India

 

নয়াদিল্লি, ২০ জানুয়ারি  : রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি পদ থেকে ব্রিজভূষণ শরণ সিংকে সরানোর দাবিতে কুস্তিগীরদের আওয়ার জোরাল হচ্ছে। বুধবার থেকে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। বৃহস্পতিবার গভীর রাতে তাঁরা বৈঠক করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে। তবে সেখানে শুধু সভাপতির পদত্যাগ নয়। এবার ওই ফেডারেশনকে ভেঙে দেওয়ারই দাবি তুলছেন তাঁরা।

বিক্ষোভকারীরা মন্ত্রীকে জানিয়েছেন, ২৪ ঘণ্টা সময় দেওয়া হল ব্রিজভূষণকে পদত্যাগ করার জন্য। না হলে ওই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হোক। নিষিদ্ধ করা হোক ওই ফেডারেশন। দুর্নীতির অভিযোগ তুলেছেন তাঁরা ফেডারেশনের বিরুদ্ধে। এই নিয়ে মন্ত্রীর সঙ্গে কুস্তিগীরদের প্রায় ২ ঘণ্টা বৈঠক চলেছে। শুক্রবার ফের বৈঠক হওয়ার কথা।

ডব্লিউএফআই প্রধানের ব্রিজভূষণের বিরুদ্ধে তাঁরা যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। তাঁকে পদ থেকে সরাতে হবে। তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এমনই দাবি জানান হয়েছে। বৈঠক শুক্রবারও চলবে। ক্রীড়ামন্ত্রী চণ্ডীগড় থেকে এই বৈঠকের জন্য দিল্লিতে আসেন। সেখানে সাক্ষী মালিক, বীনেশ ফোগত, বজরং পুনিয়া ও রবি দাহিয়া মন্ত্রীর সঙ্গে ওই বৈঠক করেন।

দিল্লির যন্তরমন্তরে ক্রীড়াবিদরা অবস্থান করছেন। ওই ঘটনায় ক্রীড়ামন্ত্রক জবাব তলব করেছে কুস্তিগির সংস্থার। তাঁরা ওই অভিযোগকে কুস্তিগির সংস্থা বা ডব্লিউএফআই কী ভাবে দেখছে তার রিপোর্ট চাওয়া হয়েছে। এদিন ওই রিপোর্ট জমা পড়তে পারে। মন্ত্রী তাঁদের অনুরোধ করেছেন, রিপোর্ট না জমা পড়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ দেখান বন্ধ করুক।


You might also like!