Game

1 week ago

Kerala Blasters forward Shijaz TP:কেরালা ব্লাস্টার্সের ফরোয়ার্ড শিজাজ টিপি-কে দলে নিল ইস্টবেঙ্গল

Kerala Blasters forward Shijaz TP has been picked up by East Bengal
Kerala Blasters forward Shijaz TP has been picked up by East Bengal

 

কলকাতা: গত মরসুমের গোল্ডেন বুট জয়ী গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিওস দিয়ামান্টাকোসকে সই করানোর পর এবার কেরালা ব্লাস্টার্সের ফরোয়ার্ড শিজাজ টিপি-কে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। এমনটাই জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের মাধ্যমে।

আগামী মরসুমের জন্য ভাল দল গঠন করার পরিকল্পনা নিয়েছে ইস্টবেঙ্গল কর্তারা। সিনিয়র দলের পাশাপাশি রিজার্ভ বেঞ্চ–এর দলকেও সাজাচ্ছে ইস্টবেঙ্গল। রিজার্ভ দলের জন্য ইতিমধ্যে একাধিক ফুটবলারকে নিয়েছে ক্লাব। এবার আইএসএল ছাড়াও একাধিক টুর্নামেন্টে অংশ নেবে ইস্টবেঙ্গল।

You might also like!