Country

2 days ago

Amarnath Yatra: দু'দিন পরই অমরনাথ যাত্রার সূচনা, সুরক্ষায় কোনও খামতি রাখছে না প্রশাসন

Amarnath Yatra (File Picture)
Amarnath Yatra (File Picture)

 

শ্রীনগর, ২৬ জুন: সারা বছরের অপেক্ষার অবসান হতে চলেছে আগামী ২৯ জুন, ওই দিন থেকেই শুরু হচ্ছে বার্ষিক অমরনাথ যাত্রা।প্রতীক্ষায় রয়েছেন বিপুল সংখ্যক পুণ্যার্থীরা। এবারের অমরনাথ যাত্রায় নিরাপত্তার বিষয়ে কোনও রকম খামতি রাখছে না প্রশাসন। ইতিমধ্যেই একাধিক বৈঠকও সেরেছেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। জম্মু বেস ক্যাম্পে অমরনাথ যাত্রার ট্রায়াল রানও অনুষ্ঠিত হয়েছে। জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার, এডিজিপি জম্মু আনন্দ জৈন এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।

অমরনাথ যাত্রাকে সুরক্ষিত ও সফল করে তোলার জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসডিআরএফ, এনডিআরএফ, বিএসএফ, সিআরপিএফ-সহ সমস্ত বাহিনী নিজেদের সমন্বয় বজায় রাখছে। অমরনাথের যাত্রাপথে মোতায়েন থাকবে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী। পুণ্যার্থীদের স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উধমপুরের জেলা প্রশাসক সালোনি রাই বলেছেন, "জাতীয় সড়ক বরাবর অতিরিক্ত মোতায়েন করা হচ্ছে, কারণ উধমপুর জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর অবস্থিত।" উল্লেখ্য, এ বছরের অমরনাথ যাত্রা শুরু হবে আগামী ২৯ জুন, শেষ হবে ১৯ আগস্ট।


You might also like!