Country

3 months ago

53 dead in Hooch tragedy: কাল্লাকুরিচিতে বিষমদ কাণ্ডে মৃত্যু বেড়ে ৫৩, স্ট্যালিনকে তোপ পালানিস্বামীর

Death toll rises to 53 in Kallakurichi tragedy, Palaniswami praises Stalin
Death toll rises to 53 in Kallakurichi tragedy, Palaniswami praises Stalin

 

চেন্নাই, ২২ জুন: তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শনিবার সকাল পর্যন্ত মৃত্যু বেড়ে ৫৩-তে পৌঁছেছে। এদিন সকালে কাল্লাকুরিচি জেলা কালেক্টর এম এস প্রশান্ত বলেছেন, "চিকিৎসাধীন ১৯৩ জনের মধ্যে ১৪০ জন বর্তমানে নিরাপদ। অল্প কিছু মানুষ ভেন্টিলেটরে আছেন। এখনও পর্যন্ত মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে... এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার হয়েছে। মামলাটি তামিলনাড়ু পুলিশের সিবি সিআইডি শাখাকে দেওয়া হয়েছে।"

এদিকে, বিষমদ কাণ্ডে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে ফের আক্রমণ করলেন এআইএডিএমকে সাধারণ সম্পাদক ও বিরোধী দলনেতা ই কে পালানিস্বামী। তিনি শনিবার বলেছেন, "মন্ত্রী বলছেন, চিকিৎসার জন্য দেরিতে নিয়ে আসায় মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এর কারণ কী? সরকারই কারণ। প্রথম দিনই জেলা কালেক্টর অবৈধ অস্বীকার করেছিলেন।" পালানিস্বামী আরও বলেছেন, "স্পিকার এম. আপ্পাভু কাল্লাকুরিচি মদ ট্র্যাজেডি সম্পর্কে কথা বলতে সময় দেননি। সরকার এতটাই অলস। আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, ৫৫ জন মারা গিয়েছে এবং ১৮৩ জন আক্রান্ত হয়েছে।"


You might also like!