দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মা উমার বাপের বাড়ি আসতে আর
মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরইন উৎসবে সামিল হবে আপামর রাজ্যবাসী। আর মা দুর্গা
আসার ১৫ দিনে আগে থেকেই সেজে উঠেছে দুর্গাপুরের ফরিদপুর ব্লকের সরপি গ্রামে রায়চৌধুরী
বাড়ি।
দুর্গাপুরের ফরিদপুর ব্লকের সরপি গ্রামে আজ থেকে প্রায় ৪০০
বছর আগে দুর্গাপুজোর এক পক্ষকাল আগেই রাজা অর্জুন রায়চৌধুরীর হাত ধরে শুরু হয়েছিল
রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো। সেই রীতি মেনে আজও শুক্লপক্ষের কৃষ্ণ নবমী তিথিতেই
হয় দেবীর বোধন । তাই পুজোর ১৫ দিন আগে থেকেই এলাকায় শুরু হয়ে যায় দুর্গাপুজোর আমেজ।
পুজোর নিয়ম অনুযায়ী, পুজোয় মাকে নিবেদন করা হয় অন্ন ভোগ,বোধনের
দিন হয় পাঁঠাবলিও। সপ্তমী, অষ্টমী ও নবমীতেও হয় পাঁঠা বলি।সন্ধ্যায় হয় আরতি। ঘট
পুজোর সঙ্গে চলে চণ্ডীপাঠ, দশমীর দিন পর্যন্ত জ্বলে প্রদীপ।দশমীর দিন মায়ের ভোগে থাকে
চ্যাং মাছ। এতকাল থেকেই চলে আসছে এই নিয়ম। এতেই নাকি মা খুশি হন বলে বিশ্বাস পরিবারের
লোকজনদের। আগে অষ্টমীর দিন এই দুর্গোৎসবে মহিষ বলি দেওয়া হত ।