West Bengal

3 hours ago

TMC : উপনির্বাচন হতাশ করল না তৃণমূলকে, সব আসনেই জয়ের পথে মমতার দল

The by-election did not disappoint the Trinamool,
The by-election did not disappoint the Trinamool,

 

কলকাতা, ২৩ নভেম্বর : পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচন হতাশ করল না তৃণমূল কংগ্রেসকে। ৬টি বিধানসভা আসনেই জয়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। নৈহাটিতে এগিয়ে তৃণমূলের সনৎ দে, তালড্যাংরায় ফাল্গুনি সিংহবাবু, মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, হাড়োয়ায় শেখ রবিউল ইসলাম, মাদারিহাটে জয়প্রকাশ টোপ্পো এবং সিতাইয়ে সঙ্গীতা রায়। সবাই বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন।

নৈহাটির প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক এখন সাংসদ হয়েছেন। গত লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। ফলে নৈহাটির বিধায়ক পদ ফাঁকা হয়েছে। হাড়োয়ার প্রাক্তন বিধায়ক হাজি নুরুল সদ্য প্রয়াত হয়েছেন। তিনি গত লোকসভা ভোটে বসিরহাট থেকে জিতেছিলেন। জয়ের কয়েক মাস পরেই প্রয়াত হন নুরুল। সিতাইয়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া বর্তমানে কোচবিহারের সাংসদ। তালড্যাংরার প্রাক্তন বিধায়ক অরূপ চক্রবর্তী এখন বাঁকুড়ার সাংসদ হয়েছেন। মেদিনীপুরেও একই ভাবে জুন মালিয়া সাংসদ হওয়ায় বিধায়কের পদ ফাঁকা হয়ে রয়েছে। মাদারিহাটে বিজেপির প্রাক্তন বিধায়ক মনোজ টিগ্গা বর্তমানে আলিপুরদুয়ারের সাংসদ। এই ছ’টি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিই ছিল তৃণমূলের দখলে। একমাত্র মাদারিহাট ছিল বিজেপির। এবার মাদারিহাটও দখলে নিতে চলেছে তৃণমূল।

You might also like!