দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেজে উঠছে কলকাতা। তবে আরজিকরের ঘটনার জেরে কলকাতায় এখনও প্রতিবাদের সুর। এর জেরে স্পনসর হারাচ্ছে কলকাতার পুজো। ভিনরাজ্য বাসী পুজোয় আগ্রহ হারাচ্ছে বলেই খবর।
কলকাতার বিখ্যাত ত্রিধারা সম্মিলনীর উদ্যোক্তাদের একজন জানিয়েছেন, "এবারের পুজোতে বহু স্পনসর হাতছাড়া হয়েছে। দিল্লি-মুম্বইয়ের স্পনসররা আগের মতো এগিয়ে আসছে না। যদিও বাজেটের কোনও বড় কাটছাঁট হয়নি, তবে পরিস্থিতির কথা ভেবে প্রভাত ফেরি ও সিঁদুর খেলা বন্ধ রাখা হয়েছে।" এই পুজোর থিম এবং আয়োজন প্রাথমিকভাবে ঠিক হয়ে যাওয়ায় বাজেটে বড় পরিবর্তন না হলেও, স্পনসরদের মুখ ফিরিয়ে নেওয়া একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।