Country

3 months ago

Kashmir: ২৮ জুন পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীর, ২৯ তারিখের পর বৃষ্টির পূর্বাভাস

Jammu and Kashmir will remain largely dry till June 28, rain forecast after 29th
Jammu and Kashmir will remain largely dry till June 28, rain forecast after 29th

 

শ্রীনগর, ২৬ জুন: আগামী ২৮ জুন পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। তবে, ২৯ জুনের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ২৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বৃষ্টির আশা রয়েছে ভূস্বর্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৮ জুন পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। এই সময়ে কোথাও কোথাও ছিঁটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে আবহাওয়া বদলাবে ২৯ জুনের পর, ২৯-৩০ জুন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি প্রত্যাশিত। এরপর ১-৪ জুলাইও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীরে। আগামী ২৮ জুনের আগে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না, জুলাইয়ের শুরুতে উপত্যকায় কমতে পারে তাপমাত্রা।


You might also like!