Festival and celebrations

2 months ago

Durga Puja2024 : জিরাটে রাম মন্দিরের থিমে দুর্গাপুজো

Durga Puja
Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  প্রত্যেক বছর জিরাট সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিমের ওপর নজর থাকে গোটা জেলার। এই বছর তারা অযোধ্যার রাম মন্দির থিমকেই বেছে নিয়েছে। রাম মন্দিরের থিমে দুর্গাপুজো, আয়োজক হুগলির জিরাট সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

চলতি বছর ৭৫ বর্ষে পা দিচ্ছে এই পুজো। সাবেকিয়ানা ছেড়ে তাই থিমের দিকেই ঝুঁকেছেন উদ্যোক্তারা। থিম রাম মন্দির হলেও রাজনীতির ধারে পাশেও ঘেঁষতে চাইছেন না আয়োজকরা। তাঁদের কথায়, 'এই উদ্যোগ শুধুমাত্র পুজোর কথা চিন্তা করে। এখানে রাজনীতির লেশমাত্র নেই।’

মণ্ডপে থাকবেন দশভূজা। তবে চারপাশে থাকবে রাম, সীতা, হনুমানের মূর্তি। এই মণ্ডপের চূড়ার সজ্জার দিকে দেওয়া হয়েছে বিশেষ নজর। প্রায় এক মাসের বেশি সময় ধরে এই মণ্ডপ তৈরির কাজ চলছে।

পুজোর অন্যতম উদ্যোক্তা নীলাদ্রি মণ্ডল বলেন, 'অনেকেই রাম মন্দির দর্শন করতে চান। কিন্তু দূরত্ব এবং খরচের কারণে তাঁরা অযোধ্যা যেতে পারেন না। তাঁদের কথা চিন্তা করেই আমরা এই থিম রেখেছি যাতে নিজের জেলাতেই তাঁরা রাম মন্দির দেখতে পান।' প্রতি মুহূর্তে মণ্ডপের রং বদল হবে আলোর খেলায়, জানাচ্ছেন উদ্যোক্তারা। বাজেট ধরা হয়েছে ৬০ লাখ টাকা।

You might also like!