
কলকাতা, ১১ সেপ্টেম্বর : জোড়া ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জেরে পশ্চিমবঙ্গের অনেক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ভ্যাপসা গরমও থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি বেশি।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবার অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। তার পর রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত নেই।
