দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- উন্নয়ন মানে শুধু পরিকাঠামো তৈরি করা নয়। উন্নয়ন হচ্ছে আমাদের যা কিছু সম্পদ রয়েছে সেগুলোর যথাযথ ব্যবহারের মাধ্যমে সম্ভাবনার বিকাশ ঘটানো। উন্নয়নের এই পথ দেখিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী মোদীজি। পরিকাঠামো তৈরি হয়েছে, কিন্তু সেই পরিকাঠামোর যথাযথ ব্যবহার ও এর মাধ্যমে এলাকার উন্নয়ন, পর্যটনের উন্নয়ন সম্ভব হবে তখন, যখন প্রত্যেক মানুষ সদর্থক চিন্তা নিয়ে কর্তব্য পালন করবেন, বলছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।
কমলপুরে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন এবং সুলমা ডুঙ্গুর তুইসই ঝর্নাকে কেন্দ্র করে পর্যটন প্রকল্পের উদ্বোধন করে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী।
রাজ্য সরকারের পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরীও মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন। এছাড়া ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজকান্তি দেব, বিধায়ক স্বপ্না দাস পাল, ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, স্থানীয় দুর্গা চৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ভানুপ্রতাপ লোধি অন্যান্য জনপ্রতিনিধি, সরকারি উচ্চপদস্থ ও পদস্থ আধিকারিকবৃন্দ।
এদিন কমলপুরের নাকাশীপাড়া এবং সুরমার রিয়াংবস্তি, দু-জায়গাতেই সংক্ষিপ্ত বক্তব্য পেশ করে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের ত্রিপুরার অনেক সম্পদ রয়েছে। পর্যটকদের আকর্ষণ করার মতো জায়গা রয়েছে। কিন্তু প্রচার ছিল না। এখন সৌরভ গঙ্গোপাধ্যায় ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হওয়ায় প্রচার বেড়েছে। পর্যটকরা আসছেন। কিন্তু মূল কাজটি করতে হবে স্থানীয় মানুষদের। প্রত্যেক অতিথিকে ভগবান মনে করে তাঁদের সহযোগিতা করতে হবে। এটা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য রক্ষা করলে আগামীদিনে সমৃদ্ধ হয়ে উঠবে প্রতিটি এলাকা।উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় মানুষজনদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। উপজাতি নৃত্যশৈলীর মনোমুগ্ধকর প্রদর্শনে মুখ্যমন্ত্রী সহ অতিথিদের মুগ্ধ করেন স্থানীয় শিল্পীরা।