Game

2 months ago

Men's T20 Emerging Asia Cup 2024: ১৮ অক্টোবর ওমানে হবে ২০২৪ ইমার্জিং এশিয়া কাপ

Men's T20 Emerging Asia Cup 2024
Men's T20 Emerging Asia Cup 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গতবার ইমার্জিং এশিয়া কাপের আসর বসেছিল শ্রীলঙ্কায়। সেবার ভারত ‘এ’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান ‘এ’ দল। এবারের আসর বসছে ওমানে ১৮ অক্টোবর থেকে। বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৪ এর ইমার্জিং এশিয়া কাপ।

আসন্ন ইমার্জিং এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্ট হবে ১৮ থেকে ২৭ অক্টোবর। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আটটি দল। স্বাগতিক ওমান ছাড়া বাকি ৭টি দল হলো- শ্রীলঙ্কা ‘এ’, বাংলাদেশ ‘এ’, আফগানিস্তান ‘এ’, হংকং, পাকিস্তান ‘এ’, ভারত ‘এ’ এবং সংযুক্ত আরব আমিরাত।

১৯ অক্টোবর ভারত ‘এ’ দলের মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’ দল।

ইমার্জিং এশিয়া কাপের সূচি:

**বাংলাদেশ ‘এ’-হংকং - ১৮ অক্টোবর

**শ্রীলঙ্কা ‘এ’-আফগানিস্তান ‘এ’ - ১৮ অক্টোবর

**সংযুক্ত আরব আমিরাত-ওমান - ১৯ অক্টোবর

**ভারত ‘এ’-পাকিস্তান ‘এ’ - ১৯ অক্টোবর

**শ্রীলঙ্কা ‘এ’-হংকং - ২০ অক্টোবর

**বাংলাদেশ ‘এ’-আফগানিস্তান ‘এ’ - ২০ অক্টোবর

**পাকিস্তান ‘এ’-ওমান - ২১ অক্টোবর

**ভারত ‘এ’-সংযুক্ত আরব আমিরাত - ২১ অক্টোবর

**আফগানিস্তান ‘এ’-হংকং - ২২ অক্টোবর

**শ্রীলংকা ‘এ’-বাংলাদেশ ‘এ’ - ২২ অক্টোবর

**পাকিস্তান ‘এ’-সংযুক্ত আরব আমিরাত - ২৩ অক্টোবর

**ভারত ‘এ’-ওমান - ২৩ অক্টোবর

**সেমিফাইনাল - ২৫ অক্টোবর

**ফাইনাল - ২৭ অক্টোবর

You might also like!