Breaking News
 
Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া Nora Fatehi Rumoured Boyfriend Achraf hakimi : মাঠের হিরো না কি বিতর্কিত নায়ক? নোরার হৃদয়ে জায়গা করে নেওয়া হাকিমির বিরুদ্ধে পুলিশের খাতায় কোন গুরুতর অভিযোগ? Dev:ভোটার তালিকা নিয়ে কমিশনের মুখোমুখি দেব! ‘সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়’, মানবিক হওয়ার বার্তা তৃণমূল সাংসদের Mohammad Rizwan:মাঠে না কি সার্কাস? রিজওয়ান-হাসানের পারফরম্যান্সে বিরক্ত ক্রিকেট বিশ্ব, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি ভক্তদের তোপের মুখে দুই তারকা

 

Tripura

1 year ago

Governor Indrasena Reddy Nallu: ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক দিয়ে ত্রিপুরা সমৃদ্ধ : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

Governor Indrasena Reddy Nallu
Governor Indrasena Reddy Nallu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক দিয়ে ত্রিপুরা সমৃদ্ধ রাজ্য। এই রাজ্যে অনেকগুলি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র রয়েছে।  জোলাইবাড়িতে পিলাক প্রত্নতাত্ত্বিক কেন্দ্র পরিদর্শন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সংবাদমাধ্যমকে একথা জানান। প্রসঙ্গক্রমে তিনি বলেন, ত্রিপুরা দেশের অন্যান্য রাজ্যগুলির সঙ্গে উন্নয়নের নিরিখে প্রতিযোগিতায় রয়েছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ পিলাক প্রত্নতাত্ত্বিক ও পর্যটন কেন্দ্রে পৌঁছালে দক্ষিণ ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক প্রদীপ কে, শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক মনোজ কুমার সাহা এবং ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আইজল সার্কেলের সহকারি তত্ত্বাবধায়ক ড. সালাম শ্যাম সিং রাজ্যপালকে স্বাগত জানান। দক্ষিণ জেলা পুলিশের পক্ষ থেকে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়।

রাজ্যপাল পিলাকের হিন্দু ও বৌদ্ধ প্রত্নতাত্বিক নিদর্শনগুলি ঘুরে দেখেন। পরিদর্শনের সময় ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আইজল সার্কেলের সহকারি তত্ত্বাবধায়ক ড. সিং প্রত্নতাত্বিক নিদর্শনগুলি সম্পর্কে রাজ্যপালকে বিস্তারিতভাবে অবহিত করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু এরপর পিলাক মিউজিয়ামটিও পরিদর্শন করেন। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।

You might also like!