Country

3 weeks ago

Arjun Ram Meghwal: কংগ্রেস ও তাঁদের মিত্ররা তোষণ করার নীতি গ্রহণ করেছে : মেঘওয়াল

Arjun Ram Meghwal
Arjun Ram Meghwal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল। তাঁর কথায়, কংগ্রেস ও তাঁদের মিত্ররা তোষণ করার নীতি গ্রহণ করেছে।  মহারাষ্ট্রের নাসিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, কংগ্রেস এবং তাঁদের মিত্ররা তুষ্টিকরণ, বিভাজন এবং শাসন, ভোটারদের বিভ্রান্ত করা এবং ভোট পেয়ে শাসন করা নীতি গ্রহণ করেছে। তবে তাঁরা এখন তাতে সফল হবে না। দেশে একটি পরিবেশ তৈরি করা হয়েছে, যে আমাদের একটি বিকশিত ভারত তৈরি করতে হবে। বাতাবরণ সম্পূর্ণ বদলে গেছে, তাই কংগ্রেস এবং তাঁদের সহযোগীরা যে আখ্যান তৈরি করছিল তা মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ব্যর্থ হয়েছে।

You might also like!