Game

2 hours ago

Yasshwi Jaiswal: যশস্বী জয়সওয়াল এক বছরে টেস্টে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়লেন

Yasshwi Jaiswal
Yasshwi Jaiswal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যশস্বী জয়সওয়াল  পার্থের অপটাস স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত প্রথম টেস্টে এক বছরে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়লেন।

নাথান লিয়নের বিরুদ্ধে জয়সওয়াল তার ৩৪তম ছক্কা হাঁকিয়েছেন, যা ২০১৪ সালে ব্রেন্ডন ম্যাককালামের করা ৩৩ রানের রেকর্ডটি ছিনিয়ে নিয়েছে। ম্যাককালাম করেছিলেন ৯টি ম্যাচে , যশস্বী করলেন ১২টি ম্যাচে।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস ২০২২ সালে ২৬টি ছক্কা সহ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। অ্যাডাম গিলক্রিস্ট যিনি ২০০৫ সালে ২২টি ছক্কা মেরেছিলেন।

টেস্টে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো খেলোয়াড়

* যশস্বী জয়সওয়াল ( ভারত)- ৩৪ ছক্কা(২০২৪)

*ব্রেন্ডন ম্যাককালাম ( নিউজিল্যান্ড ) - ৩৩ ছক্কা (২০১৪)

*বেন স্টোকস (ইংল্যান্ড) - ২৬ ছক্কা (২০২২)

*অ্যাডাম গিলক্রিস্ট ( অস্ট্রেলিয়া ) - ২২ ছক্কা(২০০৫)

*বীরেন্দ্র শেবাগ ( ভারত) - ২২ ছক্কা (২০০৮)

*অ্যান্ড্রু ফ্লিনটফ ( ইংল্যান্ড) - ২১ ছক্কা(২০০৪)

You might also like!