Game

3 weeks ago

Argentina returned to victory after defeating Peru: বিশ্বকাপ বাছাই পর্ব : পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

Argentina returned to victory after defeating Peru
Argentina returned to victory after defeating Peru

 

বুয়েনস আইরেস, ২০ নভেম্বর : বুধবার ভারতীয় সময় সকালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠ বুয়েনস আইরেসে পেরুর বিরুদ্ধে জয়ে ফিরল আর্জেন্টিনা। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারের পর চোটজর্জরিত আর্জেন্টিনা পেরুর ম্যাচ নিয়ে চিন্তায় ছিল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পেরুকে ১-০ গোলে হারাল স্ক্যালোনির দল।

বুয়েনস আইরেসে প্রথমার্ধ ছিল গোল শূন্য। আক্রমণ করেও গোলের দেখা পায়নি মেসি-মার্টিনেজরা। গোল এলো দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটেl দারুণ এক গোলl আর্জেন্টিনাকে জয়ের গোলটি এনে দেন লাউতারো মার্টিনেজ। ডি-বক্সের বাঁ-দিক থেকে মেসির ক্রস হাফ ভলিতে গোলটি করেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। এর পর একের পর এক আক্রমনে গিয়েও গোল পায়নি।

এই ম্যাচ জয়ে বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে রইল আর্জেন্টিনা। ১২ ম্যাচে ৮ জয়ে আর্জেন্টিনার পয়েন্ট ২৫। এদিকে ইকুয়েডর কলম্বিয়াক হারিয়ে তিনে উঠে এসেছে। আর চারে নেমে গেছে কলম্বিয়া।

You might also like!