শ্রীনগর, ১২ নভেম্বর : তুষারপাতের ফলে অবরুদ্ধ হয়ে পড়ল বান্দিপোরা-গুরেজ সড়ক। সব ধরনের গাড়ি চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এই তুষারপাতের কারণেই সোমবার গভীর রাতে আটকে প্রায় প্রায় ২০টি গাড়ি। পরে বিআরও, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং বান্দিপোরা জেলা প্রশাসনের সাহায্যে আটকে পড়া গাড়িগুলিকে উদ্ধার করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার গভীর রাতে জাদখুস নালাহ এবং রাজদান টপের কাছে তুষারপাতের ফলে আটকে পড়ে কমপক্ষে ২০টি গাড়ি। পরে সেই গাড়িগুলিকে উদ্ধার করা হয়। তুষারপাতের জেরে আপাতত বন্ধ রয়েছে বন্ধ বান্দিপোরা-গুরেজ রোড।