Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

West Bengal

11 months ago

Shantipur: আবাস যোজনার নামে সাইবার প্রতারণা, শান্তিপুরে একাধিক পরিবার প্রতারিত

Cyber ​​fraud in the name of Awas Yojana
Cyber ​​fraud in the name of Awas Yojana

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাইবার প্রতারণার নতুন ফাঁদে পড়েছেন শান্তিপুর ব্লকের নবলা গ্রাম পঞ্চায়েতের পোলতা গ্রামের একাধিক দরিদ্র পরিবার। গত দুই দিনে এই গ্রামে বেশ কয়েকটি পরিবারকে প্রতারণার শিকার হতে হয়েছে। প্রতারকরা আবাস যোজনার আওতায় ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ডের তথ্য সংগ্রহ করছে এবং ওটিপির মাধ্যমে ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ সরিয়ে নিচ্ছে।

প্রতারণার শিকার অনেকেই এই প্রকল্পের সুযোগ পাওয়ার আশায় নিজের সামান্য সঞ্চিত অর্থ অথবা ধার করা টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত প্রতারকদের খপ্পরে পড়ে তাদের অর্থ লোপাট হয়ে গেছে। এই ঘটনায় এক পরিবার অনলাইনের মাধ্যমে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছে, আর অন্যরাও প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন।

এলাকার বহু মানুষ এখন আতঙ্কে রয়েছেন, কারণ একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে একইভাবে ফোনে যোগাযোগ করে প্রতারণার চেষ্টা করা হয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিক এবং এই ধরনের প্রতারণা বন্ধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিক।

You might also like!