Breaking News
 
High Court:‘দাগি’দের নামের তালিকায় সেরা ৫ জন কারা? হাইকোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশ Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’ BLO in Alipurduar:এসআইআর নিয়ে কমিশনের সেরা ৫ ‘অত্যাচার’! বিএলও-র মৃত্যুতে মমতা সরাসরি তোপ দাগলেন Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’? Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

 

Country

11 months ago

Dominica awards PM Modi its highest honour: প্রধানমন্ত্রীর মুকুটে জুড়ল নতুন পালক, ডমিনিকার সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদী

Dominica awards PM Modi its highest honour
Dominica awards PM Modi its highest honour

 

নয়াদিল্লি, ২১ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে জুড়ল আরও একটি নতুন পালক। ডমিনিকার সর্বোচ্চ জাতীয় সম্মান উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। গায়ানার জর্জটাউনে এই বিশেষ পুরস্কারটি মোদীর হাতে তুলে দেন ডমিনিকার প্রেসিডেন্ট সিলভানি বার্টন। করোনা পরিস্থিতিতে ডমিনিকার পার্বত্য অঞ্চলে সাহায্যের জন্য মোদীকে এই স্বীকৃতি দিতে চেয়েছিল ডমিনিকা। এ বার এই সর্বোচ্চ সম্মানে সম্মানিত হয়ে আপ্লুত মোদী।

পুরস্কারটি গ্রহণ করে তিনি বলেন, "এই সম্মান শুধু আমার একার নয়। এই সম্মানের ভাগীদার ১৪০ কোটি ভারতীয়। তাঁদের চেষ্টা, তাঁদের ঐতিহ্য এই সম্মান এনে দিয়েছে। আমরা দু'টি দেশ, তবে আমাদের লক্ষ্য এক। আমরা নারীশক্তির উন্নতিতে একসঙ্গে কাজ করে চলেছি। কোভিড-১৯ এর মতো দুঃসময়ে ডমিনিকার পাশে থাকতে পেরে সত্যিই ভাল লাগছে। এই সাহায্যের হাত বাড়াতে পেরে ভাগ্যবান মনে হচ্ছে।"

প্রসঙ্গত, কোভিড-১৯ এর সময় ডমিনিকার পাশে দাঁড়িয়েছিল ভারত। সেই সময় ডমিনিকাকে ওষুধ এবং ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছিল কেন্দ্রীয় সরকার। ২০২১-এর ফেব্রুয়ারি মাসে ডমিনিকাকে ৭০,০০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেওয়া হয়েছিল ভারতের তরফে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত রাতে গায়ানায় দ্বিতীয় ভারত-ক্যারিকম শীর্ষ সম্মেলনের ফাঁকে ডোমিনিয়ার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট-এর সঙ্গেও দেখা করেন। উভয় নেতা জলবায়ু স্থিতিস্থাপকতা, স্বাস্থ্যসেবা, সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে সম্পর্ক গভীর করার মতো ক্ষেত্রে ভারত-ডমিনিকা সহযোগিতার সুযোগগুলি অন্বেষণ করেন। তারা রাষ্ট্রসংঘের সহযোগিতা নিয়েও আলোচনা করেন।

You might also like!