বারমের, ২১ নভেম্বর : দীর্ঘ ৬ ঘণ্টার চেষ্টা বিফলে গেল, রাজস্থানের বারমের জেলায় বোরওয়েলে পড়ে যাওয়া শিশুটিকে প্রাণে বাঁচানো সম্ভব হল না। বোরওয়েল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার হয়েছে বুধবার রাতে। মৃত শিশুটির বয়স ৪ বছর। বুধবার সন্ধ্যায় বারমের জেলার গুদামালানিতে ৪ বছরের ওই শিশুটি বোরওয়েলে পড়ে যায়।
শিশুটিকে উদ্ধার করার জন্য যন্ত্রপাতি নিয়ে এসে পৌঁছন বিশেষজ্ঞরা। অনেক চেষ্টা করা হয়, কিন্তু প্রাণে বাঁচানো গেল না শিশুটিকে। প্রায় ৬ ঘণ্টার চেষ্টার পর বুধবার রাত ১০টা নাগাদ বোরওয়েল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। ছোট্ট শিশুটির মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা।