Country

3 weeks ago

Delhi air pollution: দিল্লির বাতাস দূষিতই, যমুনার জলে সাদা বিষাক্ত ফেনা ভেসেই বেড়াচ্ছে

Delhi's air is polluted
Delhi's air is polluted

 

নয়াদিল্লি, ২১ নভেম্বর : বিগত কয়েকদিন ধরে রাজধানী দিল্লির বাতাসের গুণগতমান খারাপ থেকে অতি খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। দূষণে দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন দিল্লিবাসী। এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে জাতীয় রাজধানীতে বায়ুদূষণের মাত্রা কিছুটা উন্নতি হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দিল্লিতে রেকর্ড করা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৩৭৯, যা 'খুব খারাপ' হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালেও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল দিল্লির বিভিন্ন প্রান্ত। নওরোজি নগর এলাকা, কালিন্দী কুঞ্জ, জওহরলাল নেহেরু স্টেডিয়াম চত্বর, ইন্ডিয়া গেট, কর্তব্যপথ প্রভৃতি এলাকা ধোঁয়াশার পুরু চাদরে আচ্ছন্ন ছিল। দিল্লির পাশাপাশি এদিন সকালেও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল উত্তর প্রদেশের আগ্রা, মোরাদাবাদ শহরও। দূষণ তো রয়েছেই, এরইমধ্যে দিল্লিতে যমুনা নদীর জল এখনও বিষাক্ত অবস্থায় রয়েছে। এদিন সকালেও দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়।

You might also like!