নয়াদিল্লি, ২১ নভেম্বর : আর্থিক কেলেঙ্কারিতে নাম জুড়ল আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির। ভারতের সৌর প্রকল্পের জন্য ভারতের সরকারি আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে। গৌতম এবং তাঁর ভাইপো সাগর আদানি, দু’জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। আদানির বিরুদ্ধে অভিযোগ, ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্প, যা থেকে ২০ বছরের ২০০ কোটি ডলার লাভ করা সম্ভব হত, সেই প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের প্রায় ২২৩৭ কোটি ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিল আদানি গোষ্ঠী।
নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যাতে জানানো হয়েছে, ভারতের সরকারি আধিকারিকদের মোটা অঙ্কের টাকার ঘুষের প্রস্তাবের পাশাপাশি বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে মিথ্যা তথ্য দিয়েছে আদানি গোষ্ঠী। আর যাতে প্রভাবিত হয়ে আদানিদের সংস্থায় বিপুল বিনিয়োগ করেছেন মার্কিন বিনিয়োগকারীরা। গৌতম এবং সাগর আদানি ছাড়াও ‘আদানি গ্রিন এনার্জি লিমিটেডে’র সিইও বিনীত জৈনও এই মামলায় অভিযুক্ত রয়েছেন।
গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে সরকারি আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মূল্যে যা প্রায় ২২৩৭ কোটি টাকা) ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কারণ ওই প্রকল্পের বরাত পেলে আগামী ২০ বছরে ২ বিলিয়ন ডলার লাভ করা সম্ভব ছিল আদানি গোষ্ঠীর। গৌতম, তাঁর ভাইপো সাগর-সহ সাতজনের বিরুদ্ধে এই ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।