Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Technology

8 months ago

EV Car: কেন EV গাড়ি কিনবেন? যা যা সুবিধা হতে পারে আপনার

EV Car
EV Car

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  দেশে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ও ব্যবহার ক্রমাগত বাড়ছে। বর্তমানে বিপুল সংখ্যক মানুষ ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছেন। যার কারণে তাদের বিক্রিও বেড়েছে।

টাটা মোটরস, মহিন্দ্রা, হোন্ডাই এবং মরিস গ্যারাজ তাদের EV গাড়ি বাজারে লঞ্চ করেছে। অন্যদিকে লাক্সারি গাড়ি সেগমেন্টেও মার্সিডিজ বেঞ্জ, BMW, অডি এবং জাগুয়ারও তাদের EV লঞ্চ করেছে ভারতের বাজারে। কাস্টমারদের চাহিদার কথা মাথায় রেখেই গাড়িগুলি লঞ্চ করা হয়েছে। সেই কারণে খুব অল্প দিনেই জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিটি মডেল।

দাম তুলনামূলক বেশি, কিন্তু সাশ্রয়ী। আর সেই কারণে EV-র দিকে ঝুঁকছেন অনেকেই। শুধু তাই নয়, নতুন গাড়ি কেনার ক্ষেত্রে ভর্তুকিও পাওয়া সম্ভব। সেই কারণে ইলেকট্রিক গাড়ি কিনতেই স্বচ্ছন্দ বোধ করেন অনেকেই। কী কী কারণে EV-কিনবেন? জানুন ৫টি কারণ-

পরিবেশ বান্ধব-

EV সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব। কারণ এগুলি জিরো ইমিশন। যার ফলে ক্রমবর্ধমান পরিবেশ দূষণ আটকানো সম্ভব। সেই কারণে আগামী প্রজন্মের দিকে তাকিয়ে EV কেনা জরুরি।

লোয়ার অপারেটিং কস্ট-

পেট্রোল বা ডিজেল গাড়ির তুলনায় EV গাড়ির পার্টসের সংখ্যা অনেক কম। যার কারণে বৈদ্যুতিন গাড়ির অপারেটিং কস্ট খুবই কম। এছাড়াও প্রতি কিলোমিটার যেতে পেট্রোল বা ডিজেল গাড়িতে যে সময় লাগে সেই তুলনায় EV-তে খরচ অনেক কম।

সরকারি উদ্যোগ-

বৈদ্যুতিন গাড়ির সরকারি ট্যাক্স বা কর তুলনামূলক পেট্রোল বা ডিজেল অনেক কম। কেন্দ্রীয় সরকারের ফাস্টার অ্যাডপটেশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক্যাল ভেহিক্যাল স্কিমে EV-এর ক্ষেত্রে প্রচুর ভর্তুকি পাওয়া সম্ভব।

অতিরিক্ত স্পেস-

চিরাচরিত গাড়ির তুলনায় EV-তে যন্ত্রাংশ কম থাকে। সেই কারণে তুলনায় বেশি স্পেস পাওয়া সম্ভব। MG কমেট-অত্যন্ত ছোটো সাইজের। EV হওয়ার দরুন চার আসনে বিশিষ্ট গাড়িটিতে তুলনায় অনেক বেশি স্পেস রয়েছে।

নিরাপত্তা-

মাঝে মধ্যেই পেট্রল ও ডিজেল গাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। EV-তে সেই তুলনায় নিরাপত্তা বেশি। কারণ পুরো গাড়িতেই পাওয়ার জেনারেট করার জন্য থাকে লিথিয়াম ব্যাটারি। যাতে দুর্ঘটনার সম্ভাবনা কম। সেই কারণে EV-তে নিরাপত্তা অনেকটাই বেশি।

You might also like!