Game

5 hours ago

Hassan Nawaz: ওয়ানডে অভিষেকেই নজর কাড়লেন হাসান নাওয়াজ

Hassan Nawaz
Hassan Nawaz

 

ত্রিনিদাদ, ৯ আগস্ট : ওয়ানডে অভিষেকটা দারুণভাবেই রাঙালেন পাকিস্তানের হাসান নাওয়াজ। দলের বিপর্যয়ে অপরাজিত ফিফটির ইনিংসে খেলে দলকে জিতিয়ে হয়ে গেলেন নায়ক। সেই সঙ্গে জিতে নিলেন ম্যাচ সেরার পুরস্কারও। ত্রিনিদাদে শনিবার সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারাল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৮১ রান তাড়া করতে নেমে হাসান নাওয়াজ ও হুসাইন তালাতের ব্যাটিং নৈপুণ্যে ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সফরকারীরা। হাসান নাওয়াজ ৬৩ আর তালাত ৪১ রানে অপরাজিত থাকেন। ক্যারিবীয়দের পক্ষে ৬৫ রানে ২ উইকেট নেন শামার জোসেফ। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন জেইডন সিলস, গুদাকেশ মোতি ও রস্টন চেজ। এর আগে ২৮০ রানে থামে স্বাগতিকদের ইনিংস। ৬২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন এভিন লুইস। এছাড়া অধিনায়ক শাই হোপ ৫৫ আর রস্টন চেজ ৫৩ রানের ইনিংস খেলেন। বল হাতে এদিন পাকিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। ৮ ওভার বল করে ৫১ রান ৪ উইকেট নেন শাহিন। সমান সংখ্যক ওভারে ৫৫ রানে ৩ উইকেট নেন নাসিম শাহ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে রবিবার (১০ আগস্ট)।

You might also like!