Game

3 hours ago

Football transfers: ভিলারিয়ালে যোগ দিলেন আর্সেনালের প্রাক্তন মিডফিল্ডার থমাস পার্টি

Former Arsenal footballer Thomas Partey
Former Arsenal footballer Thomas Partey

 

মাদ্রিদ, ৮ আগস্ট : বৃহস্পতিবার লা লিগা ক্লাবটি জানিয়েছে, আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ভিলারিয়াল ঘানার আন্তর্জাতিক খেলোয়াড় থমাস পার্টিকে বিনামূল্যে ট্রান্সফারে স্বাক্ষর করিয়েছে। ৩২ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার একটি মরসুমব্যাপী চুক্তিতে সম্মত হয়েছেন এবং শুক্রবার ভিলারিয়াল দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। বিগত মাসে প্রিমিয়ার লিগ ক্লাবের খেলোয়াড় থাকাকালীন দুই মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল পার্টির বিরুদ্ধে। ২০২১ সালের এপ্রিল থেকে ২০২২ সালের জুনের মধ্যে দুই মহিলাকে ধর্ষণের পাঁচটি অভিযোগ এবং তৃতীয় একজন মহিলার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

ভিলারিয়াল এক বিবৃতিতে বলেছে, "ক্লাব জানে যে খেলোয়াড়টি বর্তমানে ইংল্যান্ডে আইনি প্রক্রিয়ায় জড়িত। খেলোয়াড়টি দৃঢ়ভাবে তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে। ক্লাব আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে। ক্লাব এই বিষয়ে আর কোনও মন্তব্য করবে না।" ২০২০ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে যোগদানের পর পার্টি আর্সেনালের হয়ে ১৬৭টি খেলায় অংশগ্রহণ করেন, নয়টি গোল করেন। বুধবার প্রাক-মরসুম প্রীতি ম্যাচে আর্সেনালকে ৩-২ গোলে হারিয়েছে ভিলারিয়াল, ১৬ আগস্ট নিজেদের মাঠে রিয়াল ওভিয়েদোর বিপক্ষে লা লিগা অভিযান শুরু করবে।


You might also like!