kolkata

2 hours ago

R G Kar Nabanna Abhijan: নবান্ন অভিযানের জেরে হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

R G Kar Nabanna Abhijan
R G Kar Nabanna Abhijan

 

কলকাতা, ৯ আগস্ট : শনিবার কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দুটি প্রধান সেতু বন্ধ করে দেওয়ায় সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক যানজট দেখা দেয়। সঙ্কটে পড়তে হয় যাত্রীদের। লালবাজার সূত্রে খবর, নবান্ন অভিযানের জন্য শনিবার ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়া বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, জওহরলাল নেহরু রোড, হাইড রোড, আরআর অ্যাভিনিউ, রেড রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, এমজি রোড, ব্র্যাবোর্ন রোড এবং হাওড়া সেতুতেও নিয়ন্ত্রণ করা হয় যান চলাচলের। এর ফলে বিপর্যস্ত হয় শহরের যান চলাচল। আর জি কর কাণ্ডের বছরপার উপলক্ষে শনিবার নবান্ন অভিযানের এই ডাক দেওয়া হয়। যদিও প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে কোনও অনুমতি চাওয়া হয়নি বলেই দাবি রাজ্য পুলিশ কর্তাদের। তবে উত্তেজনা এড়াতে কড়া ব্যবস্থা নেয় কলকাতা পুলিশ।


You might also like!