পুরুলিয়া, ৩ আগস্ট : পুরুলিয়ার রঘুনাথপুর শহরে বড় কালী মন্দিরের সামনে গাড়ির ধাক্কায় তিনটি গবাদি পশু মারা গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দোকানের কিছু অংশ। সেই দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের ধারে বড় কালী মন্দিরের সামনে একটি খাবারের দোকান ছিল। রবিবার সকালে একটি গাড়ি পুরুলিয়া থেকে বরাকরের দিকে যাচ্ছিল। মাঝপথে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তায় থাকা পরপর তিনটি গবাদি পশুকে ধাক্কা মারে এবং ওই দোকানটিতে ঢুকে যায়।
খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এই দুর্ঘটনাকে কেন্দ্র ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তা জুড়ে গবাদি পশুর অবাধ বিচরণের জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ঘাতক গাড়িটি ও চালককে আটক করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।