Country

7 hours ago

NASA-ISRO mission: ২০২৭ সালের মার্চ মাসে গগনযান মিশন উৎক্ষেপণ হবে, ইসরো প্রধান

ISRO Chairman V Narayanan
ISRO Chairman V Narayanan

 

চেন্নাই, ২৮ জুলাই : গগনযান মিশন উৎক্ষেপণ হবে ২০২৭ সালের মার্চ মাসে। এমনটাই জানালেন ইসরো চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন। সোমবার চেন্নাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইসরো প্রধান বলেছেন, "আমরা ৩০ জুলাইয়ের মধ্যে জিএসএলভি-এস১৬ রকেটের মাধ্যমে নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রাডার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছি। গগনযান মিশনের আগে আমরা তিনটি মানবিক মিশন পরিচালনা করব।" ইসরো প্রধান আরও বলেছেন, "ডিসেম্বরে, একটি মানবিক মিশন পরিচালিত হবে, যার সময় ব্যোমমিত্র নামে একটি রোবট মহাকাশে পাঠানো হবে। যদি এটি সফল হয়, তাহলে পরের বছর দু'টি মানবিক মিশন উৎক্ষেপণ করা হবে। সমস্ত পরীক্ষার পর, যেমনটি প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, ২০২৭ সালের মার্চ মাসে গগনযান মিশন উৎক্ষেপণ করা হবে।"

You might also like!