Horoscope

1 week ago

Motorbike According to Zodiac:কোন মোটরবাইক আপনার জন্য শুভ? জানুন রাশি অনুযায়ী

Motorbike According to Zodiac
Motorbike According to Zodiac

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গাড়ি কেনার সময় আমরা নানান যান্ত্রিক ও প্রযুক্তি বিষয় বিচার করে দেখি। কোন রঙের গাড়ি কেনা হবে তাও ঠিক করে থাকি। অনেকেই গাড়ি কেনার আগে শুভক্ষণ দেখে নেন। জ্যোতিষশাস্ত্র মতে, কোন শুভক্ষণে গাড়ি কিনবেন তা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ হল গাড়ির রঙ নির্বাচন।

জ্যোতিষ শাস্ত্রে প্রতিটি রাশির জন্য নির্দিষ্ট রঙের গাড়ি ব্যবহারের উল্লেখ করা রয়েছে। চার চাকা হোক বা বাইক কিংবা স্কুটার - জ্যোতিষ মতে রাশি মিলিয়ে সেই রঙ অনুযায়ী গাড়ি কিনলে পথ দুর্ঘটনা বা কোনও বিপদের আশঙ্কা কমে যায়। জেনে নিন, আপনার রাশি অনুযায়ী কোন রঙের গাড়ি কিনবেন।


মেষরাশি

যে কোনো ক্ষেত্রে প্রথম নম্বরের জিনিসটিই পছন্দ করে এই রাশির জাতকরা। আর বাইকের বাজারে এই রাশির জন্য উপযুক্ত মডেল Royal Enfield Classic 350। ভারতে জনপ্রিয় মোটরবাইকগুলির মধ্যে একটি ক্লাসিক। হাই-পারফরম্যান্স এবং মজবুত বিল্ড কোয়ালিটির জন্য দারুণ বিকল্প Royal Enfield Classic 350।


বৃষরাশি

বৃষরাশি জাতকদের জন্য উপযুক্ত টু হুইলার হবে মোটরসাইকেল নয় বরং স্কুটার। এই রাশির মানুষরা বাড়ি আনতে পারেন Honda Activa। বাজারে দুর্দান্ত মাইলেজ উপহার দেয় এই স্কুটার। তেল খরচ বেঁধে রেখেই মাইলের পর মাইল পথ নিয়ে যাবে আপনাকে Honda Activa। সুতরাং নতুন টু হুইলার কেনার ক্ষেত্রে এই স্কুটারটি বিবেচনা করতে পারেন।


মিথুনরাশি

এই রাশি জাতকদের জন্য সর্বোত্তম বিকল্প ভারতের জনপ্রিয় টু হুইলার সংস্থা Bajaj এর মোটরসাইকেল। দীর্ঘদিন ব্যবহার করার জন্য মিথুনরাশির মানুষরা বাড়ি আনতে পারেন Bajaj Dominar 400। এই বাইকে রয়েছে 373 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। দারুণ পারফরম্যান্স ও মাইলেজ দেয় মোটরসাইকেলটি। লুকও চোখে লেগে থাকার মত।


কর্কটরাশি

এই রাশির মানুষদের জন্যও ভালো বিকল্প Bajaj এর বাইক। কর্কটরাশির জাতকরা আনুগত্য জন্য পরিচিত পান। তাদের জন্য বেস্ট চয়েস হবে বাইক-প্রেমীদের ভীষণ প্রিয় একটি মডেল Bajaj Pulsar 150। দেড়শো সিসির ফাটাফাটি টু হুইলার পালসার, দেয় উচ্চ মাইলেজ। পালসারের লুকও কাহিল করার মত। কর্কটরাশির জাতকরা প্রথম বাইক হিসাবে এই মডেল বিচার করতে পারেন।


সিংহরাশি

মোটরসাইকেল নয় সিংহরাশি জাতকদের জন্য আদর্শ হবে Suzuki Access 125 স্কুটার। মারকাটারি লুকের জন্য বাজারে দারুণ ছাপ ফেলেছে সুজুকির এই স্কুটার। রয়েছে ঠাসা ফিচার্স। নিত্য যাত্রীদের ভরসা জোগাতে প্রস্তুত এই স্কুটার। এতে 124 সিসির ইঞ্জিন এবং প্রায় 50 কিমি মাইলেজ পাওয়া যায়।


কন্যারাশি

পরিপূর্ণ ব্যক্তিত্ব বজায় রাখার চেষ্টা করেন এই রাশির জাতকরা, তাদের জন্য সেরা বিকল্প Honda Unicorn মোটরবাইক। বেস্ট মাইলেজ মোটরসাইকেলগুলির মধ্যে অন্যতম নাম Unicorn। খুব বেশি নয় আবার খুব কম নয়। রয়েছে 162 সিসি ভালো ইঞ্জিন যা দুর্দান্ত মাইলেজ দেয়, বাইকের দামও বেশ কম। তাছাড়া Honda Unicorn কমিউটার বাইকের তালিকায় পড়লেও লুকের ক্ষেত্রে প্রিমিয়াম বাইকের থেকে কম যায় না।


তুলারাশি

এই রাশির মানুষ সব জায়গায় শান্তি সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেন। তাই তাদের জন্য ভালো বিকল্প Bajaj Pulsar 150। প্রতি মাসে হাজার হাজার এই বাইক বিক্রি করে সংস্থা। প্রতি লিটার তেলে 40 এর উপর মাইলেজ দেয় পালসার। সুতরাং নতুন বাইক কেনার পরিকল্পনা করলে এই মডেলটি বাড়ি আনতে পারেন।


বৃশ্চিকরাশি

​সব কিছু নিয়ে উত্সাহিত থাকেন বৃশ্চিকরাশির মানুষরা। এনাদের জন্য উপযুক্ত মোটরসাইকেল দামে সস্তা এবং মানে ভালো Honda CD 110। এই বাইকের ডিজাইন রয়েছে সাধারণ ঠিক বৃশ্চিকরাশির জাতকদের মত যারা সাধারণ জীবনযাপনই ভালোবাসেন। Honda CD 110 কমিউটার বাইকের মধ্যে খুব ভালো মডেল।


ধনুরাশি

প্রাণবন্ত মুক্ত জীবনের খোঁজে থাকেন ধনুরাশির মানুষরা। তাই তাদের জন্য সেরা বিকল্প হবে অ্যাডভেঞ্চার বাইক Hero Xtreme 160R। রোমহর্ষক জীবন উপভোগ করার জন্য বাড়ি এনে ফেলুন এই মোটরসাইকেল। এতে রয়েছে 160 সিসি ইঞ্জিন। বাইকটি 0 থেকে 60 কিমি গতি তুলতে সময় নেয় কেবল 4.7 সেকেন্ড।


মকররাশি

​এই রাশির জাতকরা অ্যাডভেঞ্চার ভীষণ ভালবাসেন। জীবনে থ্রিল বজায় রাখতে কিনতে পারেন Yamaha FZ S FI। 149 সিসির ইঞ্জিনের সঙ্গে বাইকে মজুত দুর্দান্ত ব্রেকিং বৈশিষ্ট্য। লং রাইডের সঙ্গে নিত্য যাত্রীর জন্য ব্যবহার করতে পারেন।


কুম্ভরাশি

কুম্ভরাশির জাতকরা সাধারণত উচ্ছ্বসিত এবং উদ্যমী প্রকৃতির হয়, তাই এই রাশির জন্য সঠিক ম্যাচ Ather 450 ইলেকট্রিক স্কুটার। সাম্প্রতিক সময়ে ভালো সাড়া ফেলেছে এই স্কুটার। একাধিক মাধ্যমে চর্চায় রয়েছে Ather 450। যেহেতু এই রাশির জাতকরা কোনো কিছু বাছতে অনেক বেশি সময় লাগান তাই এই স্কুটার কেবল 1টি রঙেই পাবেন আপনি।


মীনরাশি

বেশ ঝলমলে ডিজাইন এবং স্টাইলিশ জাতীয় জিনিসপত্র পছন্দ মিনরাশি জাতকদের। তাই তাদের জন্য দারুণ বিকল্প হবে TVS APache RTR 160। কমিউটার বাইক হিসাবে ব্যবহার করা হলেই বাইকটির ডিজাইন স্পোর্টস মোটরবাইকের মত। 159 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই মোটরসাইকেলে। মাইলেজও দেয় চমৎকার। মীনরাশির মানুষরা মোটরসাইকেল কিনতে চাইলে TVS Apache RTR 160 বিচার করতে পারেন।

You might also like!