নয়াদিল্লি, ১২ নভেম্বর : পঞ্জাব ও হিমাচল প্রদেশে ভোর ও রাতে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। পাশাপাশি হিমাচল প্রদেশের উঁচু পাহাড়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীরেও। হিমাচল প্রদেশ ও পঞ্জাবে আগামী ৪-৫ দিন ভোর ও রাতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
এদিকে, দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি-সহ কয়েকটি রাজ্যে ১৭ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি ছাড়াও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ উপকূলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। তামিলনাড়ুতে ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। এই ভারী বৃষ্টির প্রেক্ষিতে মঙ্গলবার চেন্নাইয়ের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। চেন্নাই ছাড়াও তামিলনাড়ুর তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টু, কুদ্দালোর, মায়িলাদুথুরাই, নাগাপট্টিনম, থাঞ্জাভুর, তিরুভারুর, পুদুক্কোট্টাই, রামানাথপুরম, ভিলুপুরম জেলা, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টিপাত হতে পারে।