Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Game

1 year ago

ICC punishes 3 cricketers for misbehaving with umpire: আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করায় জন্য ৩ ক্রিকেটারকে শাস্তি আইসিসি-র

ICC punishes 3 cricketers for misbehaving with umpire
ICC punishes 3 cricketers for misbehaving with umpire

 

দুবাই, ২০ নভেম্বর : ভারতের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহার করায় জন্য শাস্তি পেলেন দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজে। এর জন্য ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে কোয়েটজকে। পাশাপাশি তাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

আর অন্য ম্যাচে আম্পায়ারের সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তি পেয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস ও ওমানের সুফিয়ান মাহমুদ।স্কট অ্যাডওয়ার্ডস ওমানের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের উদ্দেশ্যে ব্যাট দেখানো এবং আউট দেওয়ার পর গ্লাভস-ব্যাট ছুড়ে ফেলায় আইসিসি-র আচরণবিধি ২ দশমিক ৮ ও ২ দশমিক ২ লঙ্ঘন হয়েছে। সে কারণে তার ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

একই ম্যাচে নেদারল্যান্ডসের ব্যাটার তেজা নিদামানরুকে আউট করে ওমানের সুফিয়ান মাহমুদের করা উদযাপনে কোড অব কন্ডাক্টের ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ হয়েছে বলে জানিয়েছে আইসিসি। তাকেও ১০ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।মঙ্গলবার তাদের শাস্তির বিষয়টি জানিয়েছে আইসিসি।

You might also like!