West Bengal

2 hours ago

Arjun singh: কমিশনকে ব্যর্থতার কাঠগড়ায় তুললেন অর্জুন সিংহ

Arjun Singh
Arjun Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘'ভয় দেখিয়ে ভোট'’, কমিশনকে ব্যর্থতার কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ। তিনি বলেন, “নির্বাচন কমিশন যে এসওপি-টা (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) তৈরি করেছে, তাতেই ভুল আছে। যেখানে প্রিসাইডিং অফিসার একই বিধানসভা, পোলিং এজেন্ট একই বিধানসভা। যতক্ষণ এই এসওপি বাংলায় বদল হবে না, ততক্ষণ কিন্তু ঠিক হবে না।'’

এমনিতে বিধানসভা উপনির্বাচনে শাসক-বিরোধী সমীকরণে তেমন প্রভাব পড়ে না। কিন্তু এবার আর জি করের ঘটনা থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত একের পর এক ঘটনা, ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ, এসবের প্রভাব ভোটবাক্সে পড়তে পারে বলে মনে করা হয়েছিল। কিন্তু শনিবার ফল প্রকাশিত হতে দেখা গেল, ছয়টি কেন্দ্রেই তৃণমূলের জয়জয়কার। বিরোধীরা কোথাও দাঁতও ফোটাতে পারেনি। এই জয়ের কৃতিত্ব যদিও মমতাকেই দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। মমতাকে দেখে, তাঁর উন্নয়নকে দেখেই মানুষ জোড়াফুল শিবিরকে বিজয়ী করেছেন বলে দাবি জোড়াফুল নেতৃত্বের।

You might also like!