শ্রীনগর, ১৯ সেপ্টেম্বর : বৃষ্টি, বন্যা ও ধসে বিধ্বস্ত জম্মু-কাশ্মীরে ‘অপারেশন সদভাবনা’ শুরু করল ভারতীয় সেনাবাহিনী। ডোডা জেলায় বিনামূল্যে ৫ দিনের চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। পাহাড়ি ও দুর্গম এলাকায় স্বাস্থ্য পরিষেবার অভাব মেটাতেই এই আয়োজন। সেনাবাহিনীর ২৬ রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের এই আয়োজনে স্বস্তি পেয়েছেন গ্রামবাসীরাও।
ডোডার ভালেসায় ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ৫-দিনের চিকিৎসা শিবিরের আয়োজন প্রসঙ্গে প্রাক্তন সরপঞ্চ মহম্মদ ইকবাল বলেন, "এই শিবিরটি খুবই ভালো। এই সেনা ক্যাম্পটি শুধুমাত্র চিকিৎসার জন্যই ব্যবহৃত হয় না, ভাঙা রাস্তা এবং বন্যা অঞ্চলের মতো এলাকায় উদ্ধার কাজেও ব্যবহৃত হয়। তাঁরা শুক্রবার প্রায় ১০০ রোগীকে ওষুধ সরবরাহ করেছে।"