কলকাতা: পার্থ টেস্টে স্টিভ স্মিথকে আউট করার পর ভারত অধিনায়ক জাসপ্রিত বুমরাহ ডেল স্টেইনের বিরল তালিকায় নিজের নামটি লিখলেন l
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সপ্তম ওভারে স্মিথকে প্রথম বলেই এলবিডব্লিউ আউট করেন বুমরাহ। অর্থাৎ বুমরাহ স্টেইনের সঙ্গে যুক্ত হলেন দ্বিতীয় বোলার হিসেবে। যিনি স্মিথকে টেস্ট ম্যাচে গোল্ডেন ডাকে আউট করলেন। এর আগে স্মিথ প্রথম বলে আউট হয়েছিলেন ২০১৪ সালে ডেল স্টেইনের বলে।