kolkata

2 days ago

Child Trafficking in Birati:বাজারের ব্যাগে ১ বছরের শিশুকে ঢুকিয়ে দত্তপুকুর লোকালে মহিলা, তুমুল হইচইয়ের পর আটক করল পুলিশ

Child Trafficking in Birati
Child Trafficking in Birati

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাত সকালে বিরাটি স্টেশনে তুলকালাম কাণ্ড। দত্তপুরকুর লোকালে এক  মহিলার বাজারের ব্যাগ থেকে উদ্ধার হল শিশু। অভিযোগ, পাচারের জন্য ট্রেনে  ব্যাগে করে এক বছরের শিশুকে নিয়ে যাচ্ছিল ওই মহিলা। সন্দেহ হতেই মহিলাকে জিআরপি-র হাতে তুলে দেয় অন্যান্য যাত্রীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বিরাটি স্টেশনে হইচই পড়ে যায়।  পাশাপাশি, তদন্তের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বেশ কয়েক জন রেল লাইনে নেমে বিক্ষোভ দেখান। যার ফলে ট্রেন চলাচল থমকে যায় কিছু ক্ষণের জন্য। এর পর রেলপুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক।

দত্তপুকুর থেকে শিয়ালদহগামী ওই ট্রেনের যাত্রীদের দাবি, অভিযুক্ত ট্রেনের মহিলা কামরার উঠেছিলেন একটি ব্যাগ হাতে। সঙ্গে ছিল একটি বাজারের ব্যাগ। ট্রেন চলতে শুরু হওয়ার কিছু ক্ষণ পর কয়েক জন যাত্রী দেখেন, বাজারের ব্যাগের মধ্যেই কাপড় দিয়ে ঢাকা রয়েছে বছর খানেকের একটি শিশু। এক সময় শিশুটি চিৎকার করে কাঁদতে শুরু করে। এর পরেই মহিলা কামরার অন্যান্য যাত্রীরা সরব হন। ট্রেন বিরাটি স্টেশনে ঢুকলে অভিযুক্ত মহিলা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় সহযাত্রীদের সঙ্গে ওই মহিলার ধস্তাধস্তি হয়। এর পরেই অভিযুক্ত এবং শিশুটিকে জিআরপির হাতে তুলে দেন যাত্রীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিরাটি স্টেশনে। যাত্রীরা স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় রেলপুলিশকে। এর পর ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশও। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই মহিলা কোথা থেকে এই শিশুটিকে নিয়ে আসলেন এবং কোথায় যাচ্ছিলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে রেলপুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, ট্রেনের মধ্যে থেকে ব্যাগ থেকে বাচ্চা উদ্ধার হওয়ায় জেলা জুড়ে বাচ্চা চুরি হওয়ার যে গুজব চলছে, তা সত্যি বলেই ধরে নিচ্ছেন অনেকে। যাত্রীদের দাবি, প্রশাসনিক ব্যর্থতার কারণেই এমনটা ঘটছে।


You might also like!