Country

2 weeks ago

Manoj Sinha on Reasi terror attack: রিয়েসি সন্ত্রাসী হামলায় ব্যথিত মনোজ সিনহা, আর্থিক সহায়তা ঘোষণা উপ-রাজ্যপালের

Lt. Governor announces financial assistance to Manoj Sinha
Lt. Governor announces financial assistance to Manoj Sinha

 

জম্মু, ১০ জুন: জম্মু ও কাশ্মীরের রিয়েসিতে তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। পাশাপাশি পুণ্যার্থীদের মৃত্যুতে ব্যথিত তিনি। সোমবার জম্মুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের সঙ্গে দেখা করেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। সামগ্রিক পরিস্থিতির কথা তাঁদের মুখ থেকে শোনেন তিনি।

উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, "বাসের চালকের ওপর সন্ত্রাসীরা হামলা চালালে বাসটি খাদে পড়ে যায়। ৯ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩৭ জন আহত হয়েছেন। গতকাল উদ্ধার অভিযান শুরু হয়েছে। পুলিশ, সিআরপিএফ ও সেনা অভিযান শুরু করেছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। আহতদের বাঁচানোই আমাদের অগ্রাধিকার। আমরা মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।


You might also like!