kolkata

3 days ago

Governors letter Sayantika oath Raj Bhavan:রাজভবনে এসেই শপথ নিতে হবে, সায়ন্তিকাকে চিঠি রাজ্যপালের

Governors letter Sayantika oath Raj Bhavan
Governors letter Sayantika oath Raj Bhavan

 

কলকাতা,২৫ জুন  : শপথ গ্রহণ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি চর্চা।এর মাঝেই তৃণমূলের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের আর্জি ফিরিয়ে দিলো রাজভবন। শপথ নিতে রাজভবনে না আসলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হতে পারে। থাকতে পারে বিধায়কের পদ খারিজ হওয়ার সম্ভবনাও।

সামান্য ব্যবধানে বিজেপি প্রার্থী সজল ঘোষের থেকে জয় ছিনিয়ে নিয়ে বরাহনগরের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।নব নির্বাচিত এই বিধায়ক রাজভবনে গিয়ে নয়, শপথ বাক্য পাঠ করতে চান বিধানসভার অধ্যক্ষের কাছে। এই মর্মে রাজভবনে একটি চিঠি পাঠান তিনি। মঙ্গলবার রাজভবন থেকে সেই চিঠিরই পালটা উত্তর পৌছাল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিন পাতার একটি চিঠিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস স্পষ্ট ভাবে লেখেন, রাজভবনে এসেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে শপথ নিতে হবে। চিঠিতে মুখ্যমন্ত্রী সহ রাজভবনে শপথ নেওয়া বিধায়কদের নাম উল্লেখ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।শপথ নিতে রাজভবনে না আসলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। এমনকি চিঠিতে শপথবাক্য পাঠ নিয়ে সুপ্রিম কোর্টে রায়ও উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, বরাহনগরের তৃণমূলের নব নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শপথ বাক্য পাঠের আবেদন করে রাজভবনকে চিঠি পাঠায় বিধানসভার সচিবালয়। সেই চিঠির প্রেক্ষিতে সায়ন্তিকাকে রাজভবনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়।বিধায়িকার বক্তব্য, কে শপথবাক্য পাঠ করাবেন চিঠিতে সে কথা উল্লেখ করা হয়নি। সোমবার বিধানসভার স্পিকারের কাছে শপথ বাক্য পাঠ করতে চেয়ে সায়ন্তিকা পালটা চিঠি পাঠান সি ভি আনন্দ বোসকে।প্রত্তুতরে মঙ্গলবার তৃণমূল পার্থীকে তিন পাতার চিঠি পাঠায় রাজভবন।


You might also like!