Country

3 days ago

Bus carrying marriage party catches fire:পাত্র-পাত্রী-বরযাত্রী বোঝাই বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

A terrible fire broke out in the bus carrying the bride and groom
A terrible fire broke out in the bus carrying the bride and groom

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিয়েবাড়ি সেরে চন্দ্রপুর থেকে বুলদানা ফিরছিল যাত্রীবোঝাই একটি বাস। বাসে ছিলেন পাত্র-পাত্রী–সহ বরযাত্রীরা। মাঝপথে সেই বাসে আগুন। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের চিখলি রোডের কাছে ।

জানা গেছে, মঙ্গলবার ভোর ৪ টের সময় মহারাষ্ট্রের চিখলি রোডের কাছে হঠাৎই বাসের ইঞ্জিনে আগুন লাগে। মুহূর্তে তা গোটা বাসে ছড়িয়ে পড়ে। বর-কনে সহ বরযাত্রীদের কোনওরকমে নিরাপদে বাইরে বের করে নিয়ে আসা হয়। ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।


You might also like!