Game

1 week ago

South Africa made Nepal cry: নেপালকে কাঁদিয়ে দক্ষিণ আফ্রিকা জয় পেল ১ রানে

South Africa made Nepal cry and won by 1 run
South Africa made Nepal cry and won by 1 run

 

সেন্ট ভিনসেন্ট, ১৫ জুন: বিশ্বকাপে অন্যতম বড় অঘটনের জন্ম দিতে দিতেও পারল না নেপাল। শেষ ২ বলে ২ রান দরকার ছিল নেপালের। কিন্তু পারল না নেপাল ইতিহাসের পাতায় নাম লেখাতে। নেপালকে কাঁদিয়ে ন্যুনতম ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

শেষ ২ ওভারে ১৬ রান করতে হবে নেপালকে। এই অবস্থায় ১৯ তম ওভারের প্রথম ৪ বলে কোনো রান দেননি আনরিখ নর্টজে। বরং ফিরিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম শতকের মালিক কুশল মাল্লাকেও। তবে শেষ ২ বলে একটি ছক্কা সহ ৮ রান নেন সোমপাল কামি। এই অবস্থায় শেষ ওভারে যখন ৮ রান দরকার, তখন প্রথম ২ বলে কোনো রান দেননি বার্টম্যান। তৃতীয় বলে গুলশান ঝা বাউন্ডারি মারেন। পরের বলেও তিনি নেন ২ রান। কিন্তু শেষ ২ বলের একটিও ব্যাটেই লাগাতে পারেননি তিনি। ফলে ১ রানের ন্যুনতম ব্যবধানে জিতে যায় দক্ষিণ আফ্রিকা।

সেন্ট ভিনসেন্টে শনিবার নেপালের বিপক্ষে ১ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ১১৪ রানে থামে নেপাল।

You might also like!