Country

2 weeks ago

PM Modi on Yoga Day :যোগাভ্যাস জীবনের প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম করে : প্রধানমন্ত্রী

PM Modi on Yoga Day
PM Modi on Yoga Day

 

নয়াদিল্লি, ১১ জুন : এগিয়ে আসছে আন্তর্জাতিক যোগ দিবসের দিনক্ষণ। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। এমতাবস্থায় যোগাভ্যাসকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, এই বছরের যোগ দিবস এগিয়ে আসছে, যোগকে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে তোলার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা এবং অন্যদের যোগের প্রতি উৎসাহিত করা অপরিহার্য। যোগ আমাদের শান্ত ও দৃঢ়তার সঙ্গে জীবনের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সক্ষম করে।

প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, "এখন থেকে ১০ দিনের মধ্যে, বিশ্ব দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করবে, নিরন্তর অনুশীলন উদযাপন করবে যা একতা এবং সম্প্রীতি উদযাপন করে। যোগব্যায়াম সাংস্কৃতিক এবং ভৌগোলিক সীমানা অতিক্রম করেছে, সমগ্র বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করেছে সামগ্রিক সুস্থতার সাধনায়।"


You might also like!