Game

1 week ago

Afghanistan's Mujib: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আফগানিস্তানের মুজিব

Afghanistan's Mujib was knocked out of the World Cup
Afghanistan's Mujib was knocked out of the World Cup

 

নিউইয়র্ক, ১৫ জুন: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আফগানিস্তানের স্পিনার মুজিব। তর্জনীর পুরনো আঘাতটা বেড়ে ওঠায় আর বিশ্বকাপে খেলতে পারছেন না মুজিব। উগান্ডার বিরুদ্ধে খেলেছিলেন। কিন্তু পরের ম্যাচ থেকে আর খেলতে পারেননি।

মুজিবের বদলি নিল আফগানিস্তান। বদলি হিসেবে আফগানিস্তান দলে নিয়েছে হজরতউল্লাহ জাজাইকে। তবে তিনি স্পিনার নন একজন ওপেনার। ওপেনার জাজাইয়ের অন্তর্ভুক্তি আইসিসির কাছ থেকে অনুমোদনও পেয়েছে। ব্যাটিং লাইনকে শক্তিশালী করার জন্যই জাজাইকে নেওয়া হয়েছে জানিয়েছে, আফগানিস্তান।


You might also like!