Country

1 week ago

Nalanda University :মোদীর হাতেই শুভ উদ্বোধন হল নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের

Nalanda University
Nalanda University

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বারাণসী (Varanasi) সফর সেরে বুধ সকালে বিহারের (Bihar) দিকে উড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) হেলিকপ্টার। আজ, বুধবার সকালে বিহারের রাজগীরে (Rajgir) পৌঁছন মোদী। সেখানে আজ, নালন্দা বিশ্ববিদ্যালয়ের (Nalanda University) নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন তিনি। মোদীর হাতেই নতুন রূপ পেল ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই বিশ্ববিদ্যালয়। বৃক্ষরোপণের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন মোদী।  ২০১৬ সালে রাষ্ট্রসংঘ ‘ঐতিহ্য কেন্দ্র’ বা ‘হেরিটেজ সাইট’ ঘোষণা করে নালন্দা বিশ্ববিদ্যালয়কে। শিক্ষাক্ষেত্রে ভারতের হৃতগৌরব ফেরাতে ১৭০০ কোটি টাকা ব্যয়ে নতুন ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। এদিন যার উদ্বোধন করলেন মোদি।

লোকসভা ভোটের প্রচারে চারশো পারের দাবি তুলে ধাক্কা খেয়েছে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদি-শাহর দল। এর পর প্রধানমন্ত্রীর শপথ নিয়েই একের পর এক প্রকল্প উদ্বোধন করছেন মোদি। মঙ্গলবার পিএম কিষাননিধির ১৭তম কিস্তি ২০ হাজার কোটি টাকা বরাদ্দের পর এদিন শরিক নীতীশ কুমারের রাজ্য যান মোদি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাস উদ্বোধন করেন। বলেন, “দেশের তরুণদের শিক্ষার চাহিদা পূরণে অনেক দূর যেতে হবে আমাদের।”

বুধবার সকালে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “আজ শিক্ষাক্ষেত্রের জন্য একটি বিশেষ দিন। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হবে। নালন্দা ভারতের সোনালী অতীতের উজ্জ্বল দৃষ্টান্ত।” বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরবিন্দ পাঙ্গারিয়া।


You might also like!