জলপাইগুড়ি, ২৭ জানুয়ারি : জলপাইগুড়িতে ৩১-ডি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়লেন দুই বাইক চালক। রবিবার রাতে পাঙ্গা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, বেপরোয়া গতিতে চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয় বাইক দু'টির। দুর্ঘটনায় বাইক দু'টির চালক মারাত্মক জখম হয়েছেন। স্থানীয়রাই তাঁদের হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাইক দু'টি উদ্ধার করেছে পুলিশ। বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।