Entertainment

5 days ago

Bigg Boss-OTT 3: বিগ বস সিজন ৩-এ বড় চমক! ইউটিউবার-অভিনেতা থেকে ব়্যাপার,বিগবস ওটিটি-3 এর প্রতিযোগী কারা ?

Bigg Boss-OTT 3
Bigg Boss-OTT 3

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'বিগ বস ওটিটি সিজন ৩' চলতি জুনে জিও সিনেমায় প্রিমিয়ারের জন্য প্রস্তুত। শোটির প্রোমো এবং টিজার প্রকাশ করা হয়েছে। এবং ভক্তেরা সিজনটির একেবারে নতুন সিজন দেখে খুবই খুশি। সম্প্রতি, নির্মাতারা অনিল কপুরকে সিজনের নতুন সঞ্চালক হিসাবে ঘোষণা করেছেন।চন্দ্রিকা দীক্ষিত ওরফে ‘বড়া পাও গার্ল' থেকে ভাইরাল ‘ডলি চা ওয়ালা’ এবার সকলেই থাকছেন প্রতিযোগিতায়| 

সাগর ঠাকুর:

ম্যাক্সটার্ন ওরফে সাগর ঠাকুর একজন জনপ্রিয় ইউটিউবার, এবারের বিগবস খেলবেন তিনি |

বড়া পাও গার্ল:

চন্দ্রিকা দীক্ষিত ওরফে বড়া পাও গার্ল দিল্লিতে বড়া পাও বিক্রি করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন | তিনিও এবারের অন্যতম প্রতিযোগী |

হর্ষদ চোপড়া এবং শেহজাদা ধামি:

‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর অভিনেতা হর্ষদ চোপড়া এবং শেহজাদা ধামিও বিগ বস OTT 3-এর জন্য খেলতে আসছেন |

চেশতা ভগত এবং নিখিল মেহতা:

টেম্পটেশন আইল্যান্ড বিজয়ী চেশতা ভগত এবং নিখিল মেহতা বিগ বস ওটিটি প্রতিযোগীদের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে |

ডলি চা ওয়ালা :

এবারের বিগবস OTT 3-এ প্রতিযোগী হিসাবে দেখা যাবে ডলি চা ওয়ালাকেও |

You might also like!