Game

1 week ago

Dortmund announce new coach: নতুন কোচের নাম ঘোষণা করল ডর্টমুন্ড

Dortmund announced the name of the new coach
Dortmund announced the name of the new coach

 

লন্ডন, ১৫ জুন: ডর্টমুন্ডের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন এডিন টেরজিক। টেরজিকের জায়গায় স্থলাভিষিক্ত হলেন তারই সহকারী নুরি সাহিন। শুক্রবার (১৪ জুন) নুরিকে কোচ হিসেবে নিয়োগ করল ডর্টমুন্ড।

এক বছরের চুক্তিতে গত ডিসেম্বরে বরুশিয়ায় সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। খেলোয়াড়ী জীবনে এই জার্মান বরুশিয়া ছাড়াও রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ওয়ার্ডার ব্রেমেন ও ফেইনর্ডের প্রতিনিধিত্ব করেছেন।


You might also like!